নীলফামারী-সৈয়দপুর আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ ও মজবুতিকরণ কাজের ভূমি অধিগ্রহণের টাকা প্রদানের দাবিতে সড়ক অবরোধ করেছেন ক্ষতিগ্রস্তরা।
শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত নীলফামারীর দারোয়ানী মেলার মোড় সড়কে অবস্থান নিয়ে নীলফামারী-সৈয়দপুর সড়ক এক ঘন্টা অবরোধ করে। এতে সড়কে যানচলাচল বন্ধ হয়ে পড়ে।
এসময় এ পথ দিয়ে যাওয়ার সময় অবরোধে আটকা পড়েন স্থানীয় সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। পরে তিনি অবরোধকারীদের সাথে কথা বলে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।
অবরোধকারীদের অভিযোগ, চলতি বছর এই প্রকল্পের মেয়াদ শেষ হবার কথা থাকলেও এখনো অনেকে অধিগ্রহণের টাকা পাননি।
সড়ক ও জনপদ বিভাগ নীলফামারীর সূত্র মতে, সরকারের নিজস্ব অর্থায়নে ২২৫ কোটি ৯৬ লাখ ১৪ হাজার টাকা ব্যয়ে নীলফামারী-সৈয়দপুর সড়কের সাড়ে পনের কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক প্রশস্ত ও মজবুতিকরণ কাজ শুরু হয় ২০১৮ সালের ২ অক্টোবর। যার নির্মাণ কাজ শেষ হবে চলতি বছরের ৩১ ডিসেম্বর।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন