'বাঙালির জাতীয় সংস্কৃতি ও সাহিত্যে জাতীয় কবির প্রভাব' বিষয়ে জাতীয় নজরুল সম্মেলনের সমাপনী দিনে নেত্রকোনা সরকারি কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় কলেজের মাল্টিমিডিয়া কনফারেন্স কক্ষে বাংলা বিভাগের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
অন্যদিকে, সরকারি মহিলা কলেজে 'জাতীয় কবি ও জাতির পিতা' বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোনা জেলা প্রশাসনের সহযোগিতায় কবি নজরুল ইনস্টিটিউটের উদ্যোগে সরকারি কলেজে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর নূরুল বাসেত। এতে বাংলা বিভাগের শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের সাহিত্যানুরাগীরা উপস্থিত ছিলেন।
সভায় মূখ্য আলোচক ছিলেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ও নজরুল গবেষক এ এফ এম হায়াতুল্লাহ। কবির জীবন ও দর্শন নিয়ে আলোচনা করেন বাংলা বিভাগরে প্রভাষক শাহিনুল হক শাহিন। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন কবি নজরুল ইনস্টিটিউটের সচিব ও প্রকল্প পরিচালক মো. আব্দুর রহিম।
এদিকে, নেত্রকোনা সরকারি মহিলা কলেজে আয়োজিত সভায় অধ্যক্ষ প্রফেসর মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে মূখ্য আলোচক ছিলেন কবি নজরুল ইনস্টিটিউটের অতিরিক্ত সচিব ও নির্বাহী পরিচালক মো. আব্দুর রাজ্জাক ভুইয়া।
বিডি প্রতিদিন/এনায়েত করিম