বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে নাটোরে চীরায়ত বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে শনিবার বেলা সাড়ে ১১টায় নাটোর রাণীভবানীর রাজবাড়ি চত্বরে পিঠা উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
এ সময় নাটোর ও নওগাঁ আসনের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রত্না আহমেদ, জেলা প্রশাসক মোহাম্মাদ শাহরিয়াজ, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, সদর উপজেলার নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলমসহ সরকারি কর্মকর্তা ও সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এই পিঠা উৎসবে সরকারি-বেসরকারি অন্তত ১২টি স্টল অংশগ্রহণ করে। পাকোয়ান, চিতাই, ভাপাসহ হরেক রকম পিঠার স্বাদ গ্রহণ করেন অতিথি ও দর্শনার্থীরা। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলার বিভিন্ন সংগঠনের শিল্পীরা এতে গান পরিবেশন করেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম