শনিবার ঝিনাইদহের মহেশপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সম্মেলন সম্পন্ন হয়েছে।
সম্মেলন সভাপতি পদে জেলা কৃষক লীগের সাবেক সাধারণ, সাংবাদিক সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ ও সাধারণ সম্পাদক পদে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সদস্য মীর সুলতানুজ্জামান লিটনকে নির্বাচিত করা হয়েছে।
মহেশপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি।
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য কল্পনা জামান, ঝিনাইদহ জেলার সংরক্ষিত মহিলা সদস্য খালেদা খানম, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুর করিম মিন্টু, ঝিনাইদেরহ এমপি শফিকুল আজম খান চঞ্চল, আনোয়ারুল আজীম আনার, সাবেক এমপি নবী নেওয়াজ, সফিকুল ইসলাম অপু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট আজিজুর রহমান, সহ সভাপতি এ্যাডভোকেট আব্দুর রশীদ, সহ সভাপতি তৈয়ব আলী জোয়াদ্দারসহ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন