বিএনপি’র সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী এএসএম মোস্তাফিজুর রহমানের ২৩তম মৃত্যুবার্ষিকী পালন করেছে বাগেরহাটে জেলা বিএনপি। শনিবার দুপুরে জেলা বিএনপির অফিসে আয়োজিত মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
জেলা বিএনপির সভাপতি এম এ সালমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য বাবুল আহম্মেদ, একেএম মতিউর রহমান মন্টু, প্রায়ত মোস্তফিজুর রহমানের ভাই মাহাবুবুর রহমান কালু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী রেজা বাবু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফর রহমান আলম, বিএনপি নেতা মেহেবুবুল হক কিশোর, জেলা কৃষকদলের সভাপতি আসাফুদৌলা জুয়েল, কচুয়া থানা বিএনপির সভাপতি হাজরা আসদুল ইসলাম পান্না প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, মোস্তাফিজুর রহমান ছিলেন বিএনপির প্রাণপুরুষ। তিনি ছিলেন বাগেরহাটসহ দক্ষিণাঞ্চলের উন্নয়নের পাশাপাশি একজন নির্ভীক ও সৎ রাজনীতিবিদ। পরে তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/মাহবুব