কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১ কোটি আট লাখ টাকা মূল্যের ৩৬ হাজার পিস ইয়াবাসহ মো. বেলাল (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বডার্র গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী গাজীপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক বেলাল টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী গাজীপাড়া এলাকার মো. বদিউল আলমের ছেলে।
সন্ধ্যায় টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, টেকনাফ ২ বিজিবি ব্যাটলিয়ানের একটি বিশেষ টহলদল ইয়াবা মজুদের গোপন সংবাদে হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী গাজীপাড়া এলাকার মো. বেলালের বসত-ঘরে অভিযান চালায়। এ সময় তার আঙ্গিনায় কলা বাগানের কিছু মাটি খোঁড়া দেখতে পাওয়া যায়। পরে মাটি গুলো অন্যত্র সরিয়ে প্লাস্টিক মোড়ানো অবস্থায় ৩৬ হাজার পিস ইয়াবাসহ বেলালকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৮ লাখ টাকা । ইয়াবাসহ আটক ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা করা হবে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন