নরসিংদীতে প্রয়াত মেয়র লোকমান হোসেনের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে শহর আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী এ্যাড. নূরুল মজিদ মাহামুদ হুমায়ন।
শহর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কামরুজ্জামান কামরুলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী-২ পলাশ আসনের এমপি ডা: আনোয়ারুল আশরাফ খান দিলীপ, নরসিংদী-৩ শিবপুর আসনের এমপি জহিরুল হক ভূইয়া মোহন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূইয়া, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ খান, মনোহরদী পৌর মেয়র আমিনুর রশিদ সুজনসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, ২০১১ সালের ১ নভেম্বর পৌর মেয়র লোকমান হোসেনকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন