পঞ্চগড়ে সরকারি উদ্যোগে পিয়াজ বিক্রি শুরু হয়েছে। আজ বুধবার সকাল থেকে সরকারি অডিটোরিয়ামে পিয়াজ বিক্রি শুরু করা হয়। মুহূর্তেই ক্রেতাদের দীর্ঘ লাইন হয়ে যায়। অনেকেই রুটিন কাজ ফেলে পিয়াজ কিনতে আসেন।
কম দামে পিয়াজ বিক্রির খবরে মুহূর্তেই বিভিন্ন শ্রেণি-পেশার ক্রেতায় ভরে যায় অডিটোরিয়াম চত্বর। নারী, শিশু থেকে বৃদ্ধ লাইনে দাঁড়িয়ে পিয়াজ কিনতে হুমড়ি খেয়ে পড়েন। ক্রেতাদের চাপ সামলাতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়। বড় বড় আকৃতির তুরস্কের পিয়াজ জনপ্রতি ১ কেজি করে দেয়া হচ্ছে।
টিসিবির পিয়াজ বিক্রির শুরুতে পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার ইউসুফ আলী, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী উপস্থিত ছিলেন।
প্রতিদিন ১ মেট্রিক টন পিয়াজ বিক্রি করা হবে। 'শুক্র-শনিবার' বন্ধ রেখে সপ্তাহে ৫ দিন দেয়া হবে পিয়াজ। প্রতিদিন সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত এ বিক্রি কার্যক্রম চলবে।
বিডি প্রতিদিন/ফারজানা