লালমনিরহাটের হাতীবান্ধায় জমি দখলের বিরোধের জেরে শামিম হোসেন (২৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছেন প্রতিপক্ষরা।
৫ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর বুধবার সকাল ১১টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তার। এর আগে গত ২৯ নভেম্বর শুক্রবার সকালে জমি দখল নিয়ে উভয়ের পক্ষের সংঘর্ষ ঘটে।
পুলিশ জানায়, লালমনিরহাট জেলার হাতীবান্ধার উপজেলার ফকিরপাড়া ইউপির বুড়াবাউরা গ্রামের আব্দুর রহমান আমু ৩৪ শত জমি একই উপজেলার বড়খাতা ইউপির দোলাপাড়া গ্রামের তোয়াব আলী গত ২৯ নভেম্বর শুক্রবার সকালে নিজের ৩৪ শত জমি দাবি করে দখল নেয়ার চেষ্টা করলে উভয়ে সংঘর্ষ বাধে। এ সময় আমিনুর রহমান আমুর ছেলে শামিম হোসেন সংঘর্ষের পরিস্থিতি থামাতে আসলে তোয়াব আলীর ভাড়াটে লোকজন শামিমের (২৮) উপর চড়া হয়ে বেধরক মারপিট করে, এতে সে গুরুতর আহত হলে আশংকাজনক অবস্থায় গত ২৯ নভেম্বর তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৫ দিন চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল শামীম হোসেন মারা যায়।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে। তিনি আরও বলেন, ঘটনার পরের দিনই দুই পক্ষ মামলা দায়ের করলে তিনজনকে আটক করে জেল হাজতে পাঠান হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল