নোয়াখালীর সোনাইমুড়ীর আমিশাপাড়া বাজারের ব্যবসায়ী আবদুল ওহাবের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ব্যবসায়ী ও জনসাধারণ। বুধবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ব্যবসায়ীদের এ মানববন্ধনে শত শত ব্যবসায়ী ও জনসাধারণ অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, আমিশাপাড়া ইউপি সদস্য মো. বাবলু, বাবুল মেম্বার, কবির মেম্বার, ব্যবসায়ী নাজিম উদ্দিন চৌধুরী, নিজাম উদ্দিন, দিদারুল আলম, মাইন উদ্দিন বাবু, আলী হোসেনসহ বাজার ব্যবসায়ীরা।
তথ্য সূত্রে জানা যায়, গত সোমবার রাতে আমিশাপাড়া বাজারের ক্রোকারিজ ব্যবসায়ী আবদুল ওহাবের উপর ১৫-২০ জন মুখোশধারী সন্ত্রাসী হামলা চালায়। এ সময় তারা গুলি, রামদা, হকস্টিক, চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্রে-সস্ত্রে সজ্জ্বিত ছিল। এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
মানববন্ধনে বক্তরা বলেন, আমিশাপাড়া বাজারে দীর্ঘদিন থেকে বহিরাগত সন্ত্রাসীরা চাঁদাবাজি করে আসছিল। ব্যবসায়ীরা চাঁদা দিতে অস্বীকার করার কারণে প্রায় বাজারের হামলা হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় এ হামলার ঘটনা ঘটেছে। আমরা প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার ও ব্যবসায়ীদের নিরাপত্তার দাবি জানাচ্ছি।
এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য এইচএম ইব্রাহীম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ যারাই সন্ত্রাসী কার্যক্রম করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সোনাইমুড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) আবদুস সামাদ পিপিএম বলেন, এ ঘটনায় থানায় মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম