বগুড়ার সোনাতলায় এবার ক্ষেত থেকে পিয়াজ চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে উপজেলার জোড়গাছা ইউনিয়নের মধ্যদিঘলকান্দী গ্রামে এ ঘটনা ঘটে।
ওই গ্রামের মৃত অহেদালী ব্যাপারীর ছেলে কৃষক ইয়াছিন ব্যাপারীর পিয়াজ ক্ষেত থেকে সংঘবদ্ধ চোরের দল ২ শতাংশ জমির পিয়াজ চুরি করে নিয়ে যায়।
কৃষক ইয়াছিন ব্যাপারী জানান, প্রতিবছরের ন্যায় চলতি বছর তিনি মাঠে ৪ শতাংশ জমিতে পিয়াজ লাগান। এর মধ্যে ২ শতাংশ জমি থেকে তিনি পিয়াজ বিক্রি করেছেন প্রায় ১৫ হাজার টাকায়। বাকী ২ শতাংশ জমির পিয়াজ চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোরের দল।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আব্দুল গফুর জানান, ক্ষেত থেকে পিয়াজ চুরির বিষয়টি ইতিপূর্বে কখনও শুনিনি। এবার বাজারে পিয়াজের মূল্য বৃদ্ধি হওয়ায় এ ধরনের ঘটনা ঘটেছে।
এ বিষয়ে সোনাতলা থার ওসি আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী জানান, বিষয়টি তিনি লোকমুখে শুনেছেন। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম