কক্সবাজারের চকরিয়ায় বন্যহাতির আক্রমণে জাবিন্দ্র বড়ুয়া (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার ভোর ৫টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের আলিঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জাবিন্দ্র বড়ুয়া ইউনিয়নের পহরচাঁদাস্থ পশ্চিম বড়ুয়াপাড়ার গুরাধন বড়ুয়ার ছেলে।
নিহতের আত্মীয় শংকর বড়ুয়া জানান, রাতে জাবিন্দ্র আলিঘোনা এলাকায় নিজের ধানক্ষেত পাহারা দিতে যান। বুধবার ভোর ৫টার দিকে ধানক্ষেত পাহারা দিয়ে বাড়ি ফেরার পথে একটি দলছুট বন্যহাতি জাবিন্দ্রকে আক্রমণ করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হারবাং ইউনিয়নের চেয়ারম্যান মিরানুল ইসলাম মিরান জানান, হাতির আক্রমণে এক কৃষক নিহতের ঘটনাটি উপজেলা প্রশাসন এবং থানা পুলিশকে জানানো হয়েছে। প্রশাসনের অনুমতি সাপেক্ষে মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম