ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ক্রয়-বিক্রয় ও সেবনের অভিযোগে ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য তাদেরকে এ কারাদণ্ড প্রদান করেন।
এর আগে সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য ও র্যাব ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার চন্দন দেবনাথের নেতৃত্বে পৌর এলাকার মৌড়াইল গ্রামে অভিযান চালিয়ে গাঁজা ক্রয়-বিক্রয় ও সেবনরত অবস্থায় তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়।
আটকদের মধ্যে মৌড়াইল গ্রামের মো. দিলু চৌধুরী, পূর্ব পাইকপাড়ার সুদীপ পাল, মুন্সীগঞ্জ জেলার দিলারা বেগমকে মাদক ক্রয়-বিক্রয় ও সেবনের দায়ে আট মাসের এবং মাদক সেবনের অভিযোগে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার সোহাগ মিয়া, নোয়াখালী জেলার চাটখিল উপজেলার সাগর মিয়া এবং ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার আসমত আলীকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম