বগুড়ায় শ্রাবণী সুলতানা রক্তদান সংগঠনের মাধ্যমে গরীব ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের কাছে পৌঁছে দেয়া হচ্ছে রক্ত। শ্রাবণী সুলতানা রক্তদান সংগঠনের সদস্যরা নিজেদের অর্থে একটি ফান্ড গড়ে সেই ফান্ডের মাধ্যমে রোগীর কাছে পৌঁছে দিচ্ছে রক্ত।
গরীব ও অসহায়দের পাশাপাশি যাদের রক্ত প্রয়োজন তাদেরও জীবন বাঁচাতে সংগঠনের সদস্যরা তৎপর রয়েছে। বুধবার সংগঠনটি ৫ম প্রতিষ্ঠানবার্ষিকী পালন করে। প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছা রক্তদানে তারা আরও দ্বিগুণভাবে কাজ করার অঙ্গিকার করে।
রক্তদাতা মশিউর রহমান, মেহেদী হাসান শান্ত, সোহানু রহমান শুভ, রাফি, রবি, হাসান, আরাফাত, জান্নাতিসহ সংগঠনের অন্যান্য সদস্যরা প্রয়োজন অনুসারে নিয়মিত স্বেচ্ছায় রক্তদান করছে। সংগঠনটিতে কোন রক্ত সংগ্রহ করা হয় না। সরাসরি দেশের বিভিন্ন এলাকার যার রক্ত প্রয়োজন তার কাছে গিয়ে রক্ত দিয়ে আসে ফান্ডের খরচে।
বিডি-প্রতিদিন/শফিক