নানা বাড়িতে বেড়াতে এসে বুধবার চলন্ত ট্রাক্টর থেকে পড়ে খাইরুল বাশার (৬) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। খাইরুল বাশার উপজেলার নাটঘর প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র ও বকুল মিয়া ছেলে।
জানা যায়, এক সাপ্তাহ আগে খাইরুল বাশার নানা এলেম খাঁর বাড়িতে বেড়াতে আসে। ড্রাইভারে অগোচরে ট্রাক্টারে উঠে। ট্রাক্টরটি ছেড়ে দিলে সে চলন্ত গাড়ি থেকে নামতে গিয়ে বিদ্যাকুট সিদ্ধশয়ী এলাকায় পড়ে যায়। আশংকাজনক অবস্থায় নবীনগর সদর হাসপাতালে আনার পথিমধ্যে খাইরুল বাশার মারা যায়।
শিবপুর ফাঁড়ির এএসআই মশিউর রহমান বলেন, ট্রাক্টরে থেকে পড়ে ওই ছাত্রের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম