বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান বলেছেন, ১০ বছর পূর্বে সোনাতলার অবস্থান যা ছিল তা থেকে পর্যায়ক্রমে উন্নয়ন করা হয়েছে। এখন সোনাতলার রাস্তাঘাটসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন কাজ চলছে। বর্তমানে যে উন্নয়ন হয়েছে তা অনুধাবন করতে হবে। আগামীতে সকল নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করে উন্নয়ন ও উৎপাদনের সঙ্গে থাকতে হবে। আগামী দিনে সোনাতলায় অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন করা হবে।
বুধবার সোনাতলায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে যৌথ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল করিম শ্যাম্পু'র সভাপতিত্ব অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহিদুল বারী খান রব্বানী, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বুলু, যুগ্ম-সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক নবীন আনোয়ার কমরেড, তেকানী ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শামছুল হক, জোড়গাছা ইউপি চেয়ারম্যান রোস্তম আলী মন্ডল, পাকুল্লা ইউপি চেয়ারম্যান জুলফিকার রহমান শান্ত, মধুপুর ইউপি চেয়ারম্যান অসীম কুমার জৈন নতুন, দিগদাইড় ইউপি চেয়ারম্যান আলী তৈয়ব শামীম, ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান রতন, শামীম রাব্বী প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত