দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পিকনিক স্পট স্বপ্নপুরীতে জামায়াত কর্মী সন্দেহে ৭৬ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলা এলাকার জামায়াত কর্মীরা দিনাজপুরের নবাবগঞ্জে পিকনিক স্পট স্বপ্নপুরীতে সমবেত হয়ে রোকন সম্মেলনের প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭৬ জনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নবাবগঞ্জ থানার ওসি অশোক কুমার চৌহান আটকের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নবাবগঞ্জ উপজেলার পিকনিক স্পট স্বপ্নপুরীতে জামায়াত কর্মী সন্দেহে ৭৬ জনকে আটক করা হয়। যাছাই করার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম