বগুড়ায় পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদ প্রথমবারের মত আয়োজন করেছে বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ২৭-২৯ ডিসেম্বর তিন দিনব্যাপি অনুষ্ঠিত এই উৎসবে ৮ টি দেশের ৪৪ টি স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হবে।
'তারুণ্যের চলচ্চিত্র, তারুণ্যের উৎসব'-শিরোনামে আজ শুক্রবার বিকালে বগুড়া জিলা স্কুলে অবস্থিত মুক্তিযোদ্ধা আমিনুল হক দুলাল অডিটরিয়ামে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উৎসব চেয়ারম্যান ড্যারিন পারভেজ। শুভেচ্ছা বক্তব্য রাখেন কো-চেয়ারম্যান ওয়াহিদ সুমন, উৎসব পরিচালক সুপিন বর্মন। সঞ্চালনা করেন অলক পাল ও বিধান রায়।
আন্তর্জাতিক এ উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচনে প্রধান দায়িত্ব পালন করছেন জাতীয় চলচ্চিত্র ও আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশি নির্মাতা আবু সাইয়ীদ, নেপালের চলচ্চিত্র নির্মাতা ও সাংবাদিক বিজয় রত্ন, ভুটানের চলচ্চিত্র নির্মাতা ও অভিনেত্রী উগাইন ছুদেন। আন্তর্জাতিক এ উৎসবটির পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন ড. এনামুল হক আর্ট এন্ড কালচার একাডেমীর কিউরেটর অধ্যাপক নজরুল ইসলাম।
উৎসব পরিচালক সুপিন বর্মন উৎসব সম্পর্কে জানান, এইবারের উৎসবে বিশ্বের বাংলাদেশসহ ৮ টি দেশের ২৮০ টি স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র জমা পড়েছিল। সেগুলোর মধ্য থেকে উৎসবে প্রদর্শনীর জন্য ৩৬ টি স্বল্পদৈর্ঘ্য, ৪টি প্রামাণ্য চলচ্চিত্র নির্বাচিত হয়। আমন্ত্রিত চলচ্চিত্র হিসেবে অংশগ্রহণ করবে তৌকির আহমেদের ফাগুন হাওয়ায়, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর আলফা, নূর ইমরান মিঠুর কমলা রকেটসহ বাংলাদেশের প্রথম অমনিবাস চলচ্চিত্র' ইতি তোমারি ঢাকা।
সুপিন বর্মন আরও জানান, হাজার বছরের ইতিহাস সমৃদ্ধ উত্তর জনপদের প্রাণকেন্দ্র করতোয়া বিধৌত পুন্ড্রনগরীখ্যাত সার্কের সাংস্কৃতিক রাজধানী মহাস্থানগড়কে বিশ্বের চলচ্চিত্রকর্মীদের সাথে পরিচয় করে দিতেই এ উদ্যোগ। দিনব্যাপি এ উৎসবে তিন দিনই থাকবে চলচ্চিত্র বিষয়ক সেমিনার।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ