নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁও সরকারি কলেজ চত্বরে ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ শনিবার সকালে ঠাকুরগাঁও সরকারি কলেজের সাবেক ছাত্র নেতাদের আয়োজনে ঠাকুরগাঁও সরকারি কলেজ চত্বরে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করা হয়।
পরে রয়েল বড়ুয়ার পরিচালনায় একটি আনন্দ মিছিল কলেজ চত্বর প্রদক্ষিণ করে ঠাকুরগাঁও সরকারি কলেজের প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে প্রশাসনিক ভবনের সামনে দাঁড়িয়ে সরকারি কলেজের সাবেক ছাত্র নেতারা বক্তৃতা রাখেন।
শাহ্ জালাল জনির সভাপতিত্বে ঠাকুরগাঁও সরকারি কলেজের সাবেক ছাত্র নেতা অনুপ দত্ত, লোকমান হোসেন অপু, কাজল রয়, অর্ক রয় রাহুল, শাওন আহমেদ, শুভম রয়, অমৃত মোদক, ফারহাত হোসেন এলিট, নাঈম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা ছাত্রলীগের নীতি ও বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ