গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা এলাকায় আরিফুল ইসলাম ওরফে আরিফ হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১। গ্রেপ্তারকৃতরা হলেন-শেরপুর সদরের ডোবারচর এলাকার মৃত মির্জা হামিদ উদ্দিনের ছেলে হারুন হোসেন ওরফে অন্তর (২৪), কুমিল্লার চৌদ্দগ্রাম থানার রতনপুর এলাকার নুরুল ইসলামের ছেলে জাফর আহম্মেদ ওরফে শামীম (২৩), গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা পূর্বপাড়া এলাকার শাফিজ উদ্দিনের ছেলে আল-আমীন (২৬)।
শনিবার র্যাব-১ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত বছরের ২২ ডিসেম্বর চান্দনা পূর্বপাড়া এলাকার বাগানবাড়ী নামক স্থানে আরিফুল ইসলাম ওরফে আরিফকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে গাজীপুর মেট্টোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানায় ৯ জনের নামে ও আরো অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করে মামলা করেন। ঘটনার পর থেকে হত্যাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে র্যাব-১। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা পৌনে ৬ টার দিকে র্যাব-১ এর এক আভিযানিক দল ঢাকার উত্তরা পশ্চিম থানাধীন এক বাসায় অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেফতার করে। মাদক ব্যবসায় আধিপত্য বিস্তার ও পাওনা টাকা পয়সার লেনদেনকে কেন্দ্র করে আরিফকে হত্যা করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার