টাঙ্গাইলের ভূঞাপুরে ধর্ষণ মামলায় ইবরাহীম খাঁ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি হৃদয় মন্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার মামলা দায়ের শেষে রাতেই তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ছাত্রলীগ সভাপতি হৃদয় মন্ডল উপজেলার ছাব্বিশা গ্রামের কামরুজ্জামান মন্ডলের ছেলে।
শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম জানান, ইবরাহীম খাঁ সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের বিবাহিত এক ছাত্রীকে ভয়ভীতির মাধ্যমে ধর্ষণ করে আসছে- এই মর্মে বাদী হয়ে ওই ছাত্রী শুক্রবার ধর্ষণ মামলাটি দায়ের করেন। হৃদয়কে গ্রেফতার করে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, গ্রেফতারকৃত হৃদয় মন্ডলের বিরুদ্ধে ২০১৭ সালে একটি অপহরণ এবং একটি নারী শিশু নির্যাতন আইনে মামলা দায়ের হয়েছিল। তবে ওই মামলা দু'টিতে সে জামিনে ছিল।
বিডি প্রতিদিন/এ মজুমদার