নরসিংদীতে ঢাকা বিভাগের জেলা প্রশাসকগণের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে শনিবার দুপুরে বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়।
নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের সভাপতিত্বে বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রাণালয়ের সচিব কামরুন নাহার এবং মো. সেলিম রেজা- বিভাগীয় কমিশনার, (ভারপ্রাপ্ত) ঢাকা। এছাড়াও ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইল, মুন্সীগঞ্জ, নরসিংদী ও কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসকগণসহ জেলার সকল অফিসার ও কর্মকর্তাগণ বিভাগীয় সম্মেলনে উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার