নোয়াখালী কবিরহাটে জাঁকজমকভাবে উদযাপিত হয়েছে বাংলদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী। কবিরহাট উপজেলা ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম রিয়াদের সভাপতিত্বে আজ সকাল ১১টায় ছাত্রলীগের দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কবিরহাট সরকারি ডিগ্রী কলেজ থেকে একটি র্যালি বের হয়। পরে কবিরহাট সরকারি কলেজ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কেটে দিনটি উদযাপন করা হয়।
কবিরহাট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা আওয়মী লীগের সভাপতি নুরুল আমিন রুমি, সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান, যুগ্ন সাধারণ সম্পাদক রেজাউল হক শাহীন, কোষাধক্ষ্য মো. কামাল খাঁন, উপজেলা আওয়মী যুবলীগের সভাপতি আবু জাফর আবির, সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ। এছাড়াও জেলা, পৌর সভায় পালিত হয়েছে বাংলদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী।
বিডি প্রতিদিন/এ মজুমদার