ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভাতকুড়া এলাকায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী ফাহিম (১২) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ফাহিমের বাবা আল-মামুন (৫০) ও মা সুমি আক্তার (৩৫) আহত হয়েছেন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের বাড়ী টাঙ্গাইল পৌরসভার কলেজ পাড়া এলাকায়।
পুলিশ ও স্থানীয়রা জানান, আহত আল-মামুন বাসাইল তার শ্বশুরবাড়ী থেকে মোটরসাইকেলযোগে তার পরিবার নিয়ে বাড়ি ফিরছিল। পথিমধ্যে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভাতকুড়া মোড়ে পৌছলে উত্তরবঙ্গগামী একটি বাস তাদেরকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছেলে ফাহিমকে মৃত ঘোষান করেন।
আহত সুমি আক্তারের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
বিডি প্রতিদিন/এ মজুমদার