সাতক্ষীরায় দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালের পানিতে পড়েছে। এ ঘটনায় বাসের অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন।
রবিবার দুপুরে তালা উপজেলার পাটকেলঘাটা শাকদহা ব্রিজের পাশেই এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে তিন জনের নাম পরিচয় জানা গেছে। তারা হলেন খুলনার বোরহান উদ্দিনের অন্তঃসত্ত্বা স্ত্রী রেক্সোনা পারভিন (২০), সাতক্ষীরার পাঁচপোতা গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী বিউটি বেগম ও সোবহান মোল্লার স্ত্রী রেবেকা খাতুন (৩৮)।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মুর্শেদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। তবে দুর্ঘটনা কবলিত বাসের চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
বিডি-প্রতিদিন/মাহবুব