দিনাজপুরের বিরলে বাণিজ্যিকভাবে গড়ে তোলা একটি ছাগলের খামারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দেশি-বিদেশি জাতের ৪৫টি ছাগল ভষ্মীভূত হয়েছে। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা সম্ভব হয়নি। রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিরল উপজেলা নির্বাহী অফিসার জিনাত রহমান।
এর আগে, রবিবার ভোরের দিকে বিরল উপজেলার বিরল ইউপির রবিপুর গ্রামে আদনান-মুন্নার যৌথভাবে গড়ে তোলা একটি বাণিজ্যিক ছাগলের খামারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বিরল ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
খাামারের স্বত্ত্বাধিকারী আদনান সাংবাদিকদের জানান, ছাগলের খামারে দেশি-বিদেশি উন্নত হরিয়ানা জাতের পাঁঠা ও টিয়ামুখী জাতের প্রায় ৪৫টি ছাগল আগুনে পুড়ে মারা গেছে। তবে কিভাবে আগুন ধরেছে কেউ বুঝে উঠতে পারছি না বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/মাহবুব