ভোলার দৌলতখান মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী গৃহবধূ লাইজু আক্তার (১৮) হত্যার ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ রবিবার দুপুরে দৌলতখান বাজারে প্রায় ঘণ্টাব্যাপী ওই প্রতিবাদ কর্মসূচিতে নিহত লাইজুর সহপাঠী ও শিক্ষকরা অংশ নিয়েছেন।
মানববন্ধন চলাকালে দৌলতখান মহিলা কলেজের অধ্যক্ষ মো. জাবের হাসনাইন জাকিরসহ লাইজুর সহপঠীরা বক্তব্য রাখেন। এ সময় বক্তরা লাইজুর মৃত্যুর জন্য তার স্বামী তানজিলসহ শ্বশুরবাড়ির লোকজনকে দায়ী করে এবং দ্রুত দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানায়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে ভোলার সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের তুলাতলি গ্রামের শ্বশুরবাড়ি থেকে লাইজুর লাশ উদ্ধার করে পুলিশ। লাইজু নিহতের পর থেকে তার স্বামী তানজিলসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে। গত শুক্রবার রাতে নিহত লাইজু আক্তারের বড় ভাই ইসমাইল শিকদার বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বিডি-প্রতিদিন/শফিক