পুলিশের অনুশীলনের সময় চালানো গুলিতে এক পথচারী আহত হয়েছেন। রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম এনামুল হক, তার পায়ে গুলি লেগেছে। তিনি চারঘাটের মিয়াপুর গ্রামের বাসিন্দা। বাবার নাম নাদের মণ্ডল। গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সেখানে থেকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকাল থেকে বাংলাদেশ পুলিশ একাডেমির ফায়ারিং স্কোয়াডে অস্ত্র চালানোর অনুশীলন চলছিল। তখন একাডেমির সামনে চৌরস্তার মোড়ে চারঘাট-বাঘা মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন এনামুল হক। এ সময় একটি গুলি এসে তার বাম পায়ের উরুতে লাগে। এতে এনামুল পড়ে গেলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শহিদুল ইসলাম রবিন বলেন, খুব খারাপভাবে গুলিটি বিদ্ধ হয়েছিল। অস্ত্রোপচার করে সেটি বের করার ব্যবস্থা না থাকার কারণে রোগীকে রামেক হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। তবে কীভাবে গুলি লেগেছিল সেটি তিনি জানেন না।
অনুশীলনের গুলিতে আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ পুলিশ একাডেমির উপাধ্যক্ষ আব্দুল্লাহ হিল বাকী। তিনি বলেন, একাডেমির একটি ফায়ারিং বাটে বিভিন্ন জেলার পুলিশ অস্ত্র চালানোর বার্ষিক অনুশীলন করে থাকে। রবিবার নওগাঁ জেলা পুলিশ এই অনুশীলন করছিল। তখন একটি গুলি বাইরে গিয়ে পথচারীর পায়ে লেগেছে।
বিষয়টি চারঘাট থানা পুলিশ তাদের জানিয়েছে উল্লেখ করে উপাধ্যক্ষ আরও বলেন, আহত ব্যক্তির চিকিৎসার ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। আর এ ঘটনায় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে সেটিও বিবেচনা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/শফিক