ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা পৌরসভার কৈডুবী সদরদী এলাকায় বরিশালগামী একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক সৌরভ মোল্লা (১৯) নামের এক স্কুলছাত্রের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। এ সময় মোটরসাইকেলের অপর আরোহী রাকিবকে (১৮) গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়।
আজ রবিবার বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সৌরভ মোল্লা ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের জামাল মোল্লার ছেলে। সৌরভ এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিল। নিহত রাকিব ভাঙ্গা পৌরসভার কাপুড়িয়া সদরদী মহল্লার ইউসুফ মিয়া ছেলে। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বিডি-প্রতিদিন/শফিক