এইচএসসি পরীক্ষার ফরম ফিলাপ করাকে কেন্দ্র করে কতিপয় ছাত্র কর্তৃক বোচাগঞ্জের দেওগাঁও বুকলতলা ডিগ্রী কলেজ অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান চৌধুরীকে লাঞ্ছিত, হুমকি প্রদর্শন ও ভাঙচুর করার প্রতিবাদে মানববন্ধন করেছে ছাত্র-ছাত্রী, শিক্ষকরা।
রবিবার সকাল ১১টায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দেওগাঁও বুকলতলা ডিগ্রী কলেজের সমানে অপরাধীদের শাস্তির দাবিতে মানবন্ধন করেন তারা।
জানা গেছে, গত ৪ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে মো. তানভির ইসলাম তমাল, মো. মোস্তাকিম তালুকদারসহ ১০/১৫ জন এইচএসসি পরীক্ষার ফরম ফিলাপ বিষয়কে কেন্দ্র করে কলেজের অধ্যক্ষসহ অন্যান্য শিক্ষকদের উপর চড়াও হয়ে লাঞ্ছিত করে অশ্লীল ভাষায় গালিগালাজ করে তুলে নেয়ার হুমকি দেয়। এসময় কলেজের অধ্যয়নরত ছাত্রছাত্রী, অভিভাবক ও স্থানীয় মানুষ ঘটনাস্থলে গেলে ১০/১৫ জনের কতিপয় যুবক তাদেরকে দেখে নেয়ার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়। এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ ঘটনার দিনেই বোচাগঞ্জ থানায় তমাল ও মোস্তাকিমের নাম উল্লেখ করে একটি সাধারণ ডায়রি করেন।
রবিবার অপরাধীদের শাস্তির দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন দেওগাঁও বুকলতলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান চৌধুরী, সহকারী অধ্যাপক মো. আহসানুর রহমান চৌধুরী, প্রভাষক মো. মাসুম সরকার, প্রভাষক আহসানুল্লাহ রিংকু, শিক্ষার্থী মো. আল আমীন প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার