রাঙামাটিতে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের ৫ দিনব্যাপী সঞ্জীবনী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। রবিবার সকাল ১০টায় রাঙামাটি আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনষ্টিটিউটে (আরপিটিআই) কর্মশালার উদ্বোধন করেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. শাহ্ আলম।
এ সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও আরপিটিআই এর আহ্বায়ক রেমলিয়ানা পাংখোয়া, সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার, পরিবার পরিকল্পনা দপ্তরের উপ-পরিচালক বেগম সাহানওয়াজ, আরপিটিআই এর অধ্যক্ষ ওবায়দুর রহমান সরদার উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তরা বলেন, সমতলের জেলাগুলোর চাইতে পার্বত্য তিন জেলার সামাজিক, সাংস্কৃতিক, ভৌগলিক’সহ সার্বিক প্রেক্ষাপট ভিন্ন। তাই এখানকার দুর্গম এলাকায় সরকারি-বেসরকারি সেবা পৌঁছতে কিছুটা বিলম্ব হয়। তারা আরও বলেন, পার্বত্য দুর্গম এলাকার কথা মাথায় রেখে আপনাদেরকে সহযোগিতা করে যেতে হবে। আমরা ভিন্ন ভিন্ন জেলার হলেও আমাদের সকলের লক্ষ্য উদ্যেশ্য একটাই সেটা হচ্ছে জনসেবা এবং বর্তমান সরকারের ভিশন ২০২১ ও ২০৪১ সালের স্বপ্ন বাস্তবায়ন করা। তাই যার যার অবস্থান থেকে সরকারের সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাওয়ার আহ্বান জানান বক্তরা।
বিডি-প্রতিদিন/মাহবুব