নর্দমায় কুড়িয়ে পাওয়া একটি বিড়াল ছানা গত দুই বছর ধরে লালন পালন করছিলেন যশোর শহরের পূর্ববারান্দিপাড়া এলাকার দম্পতি নাজমা আহমেদ ও জাকির হোসেন। এই দীর্ঘ সময়ে বিড়ালটি তাদের পরিবারেরই এক সদস্য হয়ে উঠে। যেখানেই তারা যান বিড়ালটিও তাদের সাথে যায়। যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক আত্মীয়কে দেখতে শনিবার তারা গিয়েছিলেন সেখানে। সাথে যায় বিড়ালটিও। কোন এক ফাঁকে বিড়ালটি তাদের কাছ থেকে বেরিয়ে চলে যায়। কিন্তু তারা বিষয়টি খেয়াল করেননি। বাড়িতে ফেরার পর তারা বুঝতে পারেন তাদের সাথে বেড়ালটি নেই। শুরু হয় খোঁজাখুঁজি। এক পর্যায়ে গতকাল রবিবার সকালে যশোর জেনারেল হাসপাতালে গিয়ে তারা দেখতে পান, হাসপাতালের তিনতলার একটি এয়ার কন্ডিশন মেশিনের বাইরে আটকা পড়ে আছে বিড়ালটি। কোনভাবেই সেটিকে উদ্ধার করতে না পেরে এক পর্যায়ে তারা বিষয়টি যশোর ফায়ার সার্ভিস কর্মকর্তাদের বুঝিয়ে বলেন। সবকিছু শুনে ফায়ার সার্ভিসের কর্মীরা হাসপাতালে যান এবং মই লাগিয়ে বিড়ালটিকে উদ্ধার করে নাজমা আহমেদের হেফাজতে দেন।
জাকির হোসেন বলেন, গত দুই বছরে বিড়ালটি তাদের পরিবারেরই একজন সদস্য হয়ে গেছে। ২২ ঘন্টা পর শেষ পর্যন্ত সেটিকে নিরাপদে উদ্ধার করতে পেরে তারা খুবই খুশি।
যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা গোলাম কিবরিয়া বলেন, বিড়ালটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করে নাজমা আহমেদ ও জাকির হোসেন দম্পতির কাছে দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/মাহবুব