কিশোরগঞ্জের ইটনায় আগুন লেগে ২০টি ঘর পুড়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি।
ইটনা নৌ পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মেহেদী হাসান জানান, বিকেল সাড়ে ৩টার দিকে ধনপুর ইউনিয়নের রমনপুর গ্রামের জুয়েল মিয়ার বসতঘরে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর আশপাশের ঘরে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে ১২ ব্যক্তির বসতঘর, রান্নাঘরসহ ২০টি ঘর পুড়ে যায়।
নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যদের সহায়তায় স্থানীয় এলাকাবাসী প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বিডি-প্রতিদিন/শফিক