কুমিল্লার লাকসাম পূর্ব (নরপাটি) ইউনিয়নের পৈশাগী আশ্রয়ণ প্রকল্পে ‘পৈশাগী ডি.ডি.এম (ডিপার্টমেন্ট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট) বিদ্যা নিকেতন’ উদ্বোধন করা হয়েছে। আশ্রয়ণ প্রকল্পে আশ্রিত দরিদ্র জনগোষ্ঠীর ভবিষ্যত প্রজন্মের শিক্ষার অধিকার নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫ জানুয়ারি স্কুলটি উদ্বোধন করা হয়। এ সময় শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দেবেশ চন্দ্র দাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম সাইফুল আলম। উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. মাসুদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার এনায়েত উল্লাহ্, ইউপি চেয়ারম্যান আলী আহম্মদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাজুল ইসলাম মজুমদার, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. তাজুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুজিবুর রহমান দুলাল প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার