সাভারের উত্তর জামসিং এলাকায় গত মাসে গৃহবধূ টুকটুকির লাশ উদ্ধারের ঘটনায় আসামিরা আদালতে জবানবন্দি প্রদান করেছে। আজ রবিরাব বিকেলে ঢাকার চিফ জুডিশিয়াল আদালতে জবানবন্দি শেষ হলে ৩ আসামিকে জেলহাজতে পাঠিয়ে দেয় আদালত।
জবানবন্দিতে আসামি জনি, সেলিম ও জুলেয় হত্যার কথা স্বীকার করেছে। টুকটুকিকে প্রথমে গণধর্ষণ করে আসামিরা। পরে গণধর্ষণের কথা বলে দেওয়ার কথা বললে আসামিরা টুকটুকির গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে। গামছা দিয়ে জনি টুকটুকির গলায় ফাঁস লাগায় আর সেলিম ও জুয়েল পা চেপে ধরে মৃত্যু নিশ্চিত করে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক মলয় কুমায় সাহা বলেন, আসামি ৩ জনই আদালতে হত্যার বিস্তারিত বর্ণনা দিয়েছেন। নিহত নারী সাভার বনপুকুর এলাকায় তাজুল ইসলামের বাড়িতে স্বামীর বসবাস করত। গত ২৫ শে ডিসেম্বর জনি টুকটুকিকে ডেকে নেয় জামসিং এলাকায়। সেখানে প্রথমে জনি ধর্ষণ করে। পরে সেলিম ও জুয়েল ধর্ষণ করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার