ফরিদপুরের সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ঢাকা-খুলনা মহাসড়কের মল্লিকপুর এলাকায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ১ জন। আজ সোমবার ভোর সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে খুলনাগামী মামুন পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা কক্সবাজারগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রেবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হয় মাইক্রোবাসের ৬ যাত্রী। এদের মধ্যে একই পরিবারের ৪ জন রয়েছে।
নিহতেরা হলেন, ফরিদপুর জেলা ওলামা দলের সভাপতি ডা. শরিফুল ইসলাম, তার কন্যা তাবাসসুম, শ্যালিকা জাকিয়া সুলতানা, ভাগনি তানজিলা, মাইক্রেবাসের ড্রাইভার নাহিদ হোসেন, পুলিশের এসআই ফারুক হোসেন। আহত ডা. শরিফুল ইসলামের স্ত্রী রিম্মিকে ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশের ধারনা, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালায়। লাশগুলো করিমপুর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে ছুটে যান জেলা প্রশাসক প্রশাসক, পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/ফারজানা