কক্সবাজারের টেকনাফে মাইক্রোবাস খাদে পড়ে চালকসহ ছয়জন আহত হয়েছেন। আহত সকলেই এনজিও সংস্থা সলিডারিটিসের কর্মচারী।
রবিবার সন্ধ্যায় টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ সদর ইউনিয়নের মহেষখালীয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
এনজিও সংস্থা সলিডারিটিস টেকনাফ অফিসের (এইচআর) ব্যবস্থাপক নাজমুল আবেদীন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হোয়াইক্যং চাকমারকুল রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে ফেরার পথে গাড়িটি দুর্ঘটনায় শিকার হয়েছে।
প্রত্যক্ষদর্শী জানান, চাকমারকুল রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে কাজ শেষ করে টেকনাফ আসার পথে আন্তর্জাতিক এনজিও সংস্থা সলিডারিটিসের গাড়িটি টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের মহেষখালীয়াপাড়া নামক এলাকায় পৌঁছালে চাকা ফেটে গেলে চালক মাইক্রোবাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি খাদে পড়ে যায়।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। আহতরা হলেন জয়নাল আবেদীন (৩২), মাজেদ ইসমাঈল (৩০), ফেরদৌস আলম (২৬), মোহাম্মদ ওরায়ের (২৮), ফজলুল হক (৩২) ও গাড়ির চালক খোরশেদ আলম (৩২)।
গুরুতর আহত জয়নালের ভগ্নিপতি মোহাম্মদ হারুন জানান, জয়নালের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম নেওয়া হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগের চিকিৎসক প্রণয় রুদ্র জানান, গাড়ি দুর্ঘটনার শিকার ছয়জনের মধ্যে জয়নাল আবেদীন ও মাজেদ ইসমাঈলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা