কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়ায় দেড় লাখ ইয়াবাসহ দুই পুরাতন রোহিঙ্গাকে আটক করেছে র্যাব-১৫।
রবিবার রাত ১২টার দিকে গ্রামের দক্ষিণ উমর খাল সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃত হলেন হ্নীলা ইউনিয়নের দমদমিয়া সংলগ্ন ২৭ নম্বর রোহিঙ্গা শিবিরের ডি-ব্লকের ফজল হকের ছেলে আব্দুল লতিফ (২২) ও একই শিবিরের হোসেনে আহম্মদের ছেলে জাবেদ ইকবাল (২১)।
র্যাব-১৫ সিপিস-১ এর টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহতাব এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মিয়ানমার থেকে একটি ইয়াবার বড় চালান এনে জাদিমুড়ার টেকনাফ-কক্সবাজার সড়কের পাশে খালি জায়গায় মাদক ব্যবসায়ীরা ইয়াবা ক্রয়-বিক্রয় করছে- এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় ধাওয়া করে ওই দু'জন মাদক ব্যবসায়ী পুরাতন রোহিঙ্গাকে আটক করা হয়।
র্যাবের এই কর্মকর্তা আরও বলেন, ‘আটক যুবকদের কাছ থেকে ইয়াবা ভর্তি বস্তা উদ্ধার করা হয়েছে। বস্তার ভেতর থেকে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়, যার মূল্য ৭ কোটি ৫০ লাখ টাকা। ইয়াবাসহ আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে টেকনাফ থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।’
বিডি-প্রতিদিন/মাহবুব