নেত্রকোনার দূর্গাপুরে আজ সোমবার শেষ হতে চলছে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা। প্রতিবছরের ন্যায় এবারো মেলাতে ভীড় করেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দোকানিরা।
৩১ ডিসেম্বর কমরেড মণি সিংহের ২৯ তম প্রয়াণ দিবস উপলক্ষে মেলা উদ্বোধন করা হয়। দূর্গাপুর উপজেলা পৌর এলাকার বাগিচাপাড়া শহীদ টংকস্মৃতি স্তম্ভের পাশের এমকেসিএম পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলার আয়োজন করে কমরেড মণিসিংহ মেলা উদযাপন পর্ষদ।
মেলার মাঠ জুড়ে নানা জিনিসের পসরা বসে। সেই সাথে নাগরদোলাসহ শিশুদের বিনোদনের নানা আঙ্গিক রাখা হয়। দূর্গাপুর ছাড়াও জেলার বিভিন্ন উপজেলার মানুষ প্রতিদিন এ মেলা দেখতে ভিড় করেন। মেলা থেকে অনেকে নানা আসবাবপত্র কিনে নিয়ে যান। এ মেলায় প্রতিবছরই কাঠের তৈরী জিনসিপত্রই বেশি উঠে। মেলায় প্রতি বছর কয়েকশ স্টল বসে। এবারো তার ব্যাতিক্রম হয়নি। আছে পিঠা প্রদর্শনীও।
এছাড়াও মেলায় টংক স্মৃতিস্তম্ভে প্রতিদিন কমরেড মণিসিংহের জীবন দর্শন নিয়ে আলোচনাসহ উদীচী ও অন্যান্য স্থানীয় সংগঠনের সাংস্কৃতিক পরিবেশনা থাকে। যা থেকে মেলায় আসা দর্শনার্থীরা কমরেড মণিসিংহ সর্ম্পকে জানতে পারেন। ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে বাম রাজনীতিক নেতৃবর্গরা আসেন এবং আলোচনা করেন।
বিডি প্রতিদিন/ফারজানা