চাঁপাইনবাবগঞ্জের উপর রাজারামপুর মোড়ে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়ে নিহত হয়েছেন। নিহতরা হলেন- সদর উপজেলার হরিপুর নতুনপাড়া মহল্লার ফার্মেসী ব্যবসায়ী মোঃ রাব্বানী ( ৪৫) ও তার মেয়ে রশ্মি (৮)।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘাতক ট্রাকটিকে এলাকাবাসী আটক করলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনার পর চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়ক কিছুক্ষণের জন্য যানবাহণ চলাচল বন্ধ ছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সদর মডেল থানার ওসি মোঃ জিয়াউর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ