নেত্রকোনার কেন্দুয়ায় উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির চৌধুরীর কার্যালয় ভাঙচুরের অভিযোগে এক যুবলীগ নেতার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে।
গত ৪ জানুয়ারি পাইকুড়া ইউপি চেয়ারম্যান চেম্বারের মালিক হুমায়ুন কবির চৌধুরী বাদী হয়ে কেন্দুয়া থানায় মামলাটি করেন। তবে মামলার দুইদিনেও কোন আসামি গ্রেফতার হয়নি। গত ১ জানুয়ারি এ হামলার ঘটনা ঘটে। মামলায় উপজেলা যুবলীগের আহব্বায়ক মুস্তাফিজুর রহমান বিপুলকে (৪০) প্রধান আসামি করা হয়েছে।
এছাড়াও ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের পাঁচজনের নাম উল্লেখসহ আরো ২০/২৫ জনকে অজ্ঞাত করে এ মামলায় আসামি করা হয়।
এ ব্যাপারে কেন্দুয়া থানার ওসি মো. রাশেদুজ্জামান মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, ভাঙচুর হয়েছে কি না তিনি জানেন না। তবে এর আগে বিবাদীর গ্রুপের যুবলীগ নেতা ফজলু মাস্টারকে বছরের প্রথম দিনে বই বিতরণের পর চেয়ারম্যানের পথরোধ করে আটকে মারধর করেছিল। সে ব্যাপারে তারা একটি মামলা করেছিলো। এটির বিপরীতে আরেকটি ঘটনা হতে পারে বলে তিনি জানান।
মামলার অভিযোগে জানা যায়, গত ১ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যুবলীগ নেতা বিপুলসহ তার সঙ্গীরা পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে চেয়ারম্যানের চেম্বারে ভাঙচুর চালায়। এ সময় চেম্বারে থাকা টিভি ও বিভিন্ন ধরণের আসবাবপত্র এলাপাথাড়ি ভাঙচুর করে ব্যাপক ক্ষতি সাধন করে। ওই দিন দুপুরে বাদীর স্ত্রীর নামে এনআরসি ব্যাংক কেন্দুয়া শাখার হিসাব হতে ৪ লক্ষ নগদ টাকা উত্তোলন করে চেম্বারে সেক্রেটারি টেবিলের ড্রয়ার রাখা ছিল। হামলা ভাংচুর করে ড্রয়ারের তালা ভেঙ্গে সমুদয় টাকা নিয়ে পালিয়ে যায় আসামিরা।
বিডি প্রতিদিন/ফারজানা