উপমহাদেশের বাংলা চলচ্চিত্রের বরেণ্য ব্যক্তিত্ব ঋত্বিক কুমার ঘটকের রাজশাহীর পৈত্রিক বাড়ি রক্ষা, সংরক্ষণ ও হেরিটেজ ঘোষণাসহ ঋত্বিক চলচ্চিত্র কেন্দ্র ঘোষণার দাবিতে নাটোরের সিংড়ায় মানববন্ধন করেছে চলনবিল চলচ্চিত্র সংসদ নামে একটি সংগঠন।
এ সময় বক্তব্য রাখেন সিংড়া প্রেসক্লাবের সভাপতি এমরান আলী রানা, সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি রাজু আহমেদ, সহ-সভাপতি খলিল মাহমুদ, সংগঠনের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মাধব চন্দ্র দাস, সিংড়া প্রেসক্লাবের প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম সুমন প্রমুখ।
বিডি প্রতিদিন/কালাম