নেত্রকোনার কেন্দুয়ায় সাজাপ্রাপ্ত আসামি আজাহারুল ইসলাম (৪০)-কে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার ভোররাতে তাকে উপজেলার মোজাফফরপুর ইউনিয়নের নিজ গ্রাম মাহমুদপুর থেকে অভিযান চালিয়ে আটক করে পুলিশ। দণ্ডপ্রাপ্ত আসামি মৃত ইদ্রিস আলীর ছেলে।
কেন্দুয়া থানার ওসি মো. রাশেদুজ্জামান জানান, গত বছরের জানুয়ারী মাসে অর্থ আত্মসাতের একটি অভিযোগ এনে ব্র্যাক এনজিও আজাহারুল ইসলামের বিরুদ্ধে মামলাটি করে। পরবর্তীতে নেত্রকোনা জেলা যুগ্ম দায়রা জজ আদলত তাকে এক মাসের বিনাশ্রম সাজা এবং নগদ এক লাখ নয় হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিল। আদালতের ওয়ারেন্ট হাতে পেয়ে তাকে আটক করেছি। তাকে আদালতের মাধ্যমে হাজতে প্রেরণ করা হবে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ