দিনাজপুর অঞ্চলে অনুভুত হচ্ছে হাড় কাপানো শীত। জেলার ১৩ উপজেলায় শুরু হওয়া শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশায় মেঘলা আকাশে গত তিনদিন ধরে দেখা মেলেনি সূর্যের। শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ।
একইসঙ্গেসর্দি, কাশি, ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া, ডায়রিয়ারসহ শীতজনিত রোগের প্রকোপ দেখা দিয়েছে। এসব রোগে বেশী আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে প্রতিদিন ১৫ থেকে ২০ জন শীতজনিত রোগে আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে।
গত ২৪ ঘণ্টায় শ্বাসকষ্ট, ডায়েরিয়া, হাপানীসহ ৫৬জন শীতজনিত রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন।
দিনাজপুর জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ জানান, শীতের কারণে শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছে। জেলার ১৩উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে গত ৭ নভেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত শীতজনিত রোগের মধ্যে ৩৮৬জন শ্বাসকষ্টে, ১৩৬৮জন ডায়েরিয়ায় ও ১৪৬৬জন হাপানীসহ অন্যান্য রোগে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে শ্বাসকষ্টে ৬ জন, ডায়েরিয়ায় ২৪ জন এবং হাপানীসহ অন্যন্য রোগে ২৬জন ভর্তি হয়েছেন। জেলার ইউনিয়ন পর্যন্ত স্বাস্থ্য সেবায় ১৭০টি মেডিকেল টিম কাজ করছে। ১৩ উপজেলার মধ্যে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্য বেশী ফুলবাড়ী, পার্বতীপুর, বোচাগঞ্জ, হাকিমপুর নবাবগঞ্জে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন