২৪ জানুয়ারি, ২০২০ ১৬:৫৮

দিনাজপুরে দুই বাংলার কবিদের মিলন মেলা

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে দুই বাংলার কবিদের মিলন মেলা

দিনাজপুরে কবি সম্মেলনে এপার বাংলা ও ওপার বাংলার কবিদের মিলন মেলায় পরিণত হয়েছে। জেলার বীরগঞ্জের গ্রামীণ জনপদ গোলাপগঞ্জ ডিগ্রি কলেজ মাঠ মুখরিত হয়ে ওঠে। কবিদের স্বরচিত কবিতা আবৃত্তি মুগ্ধ করেছে উপস্থিত দর্শকদের। 
শুক্রবার বিকালে বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে সাহিত্য সংগঠন শব্দস্বরের উদ্যোগে দুই বাংলার কবিদের অংশগ্রহণে মহান বিজয় দিবস উপলক্ষে কবি সম্মেলন ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মনোরঞ্জন শীল গোপাল এমপি। 
কবি সম্মেলনে ভারতের কলকাতার কবি বুলবুল সরকার রায়, কবি  দেবমাল্য বসু, কবি বর্ণালী ঘোষ, কবি রিতা ঘোষ, বাংলাদেশী কবি রেজাউল আলম, কবি আবু বকর, কবি নিরঞ্জন রায়, কবি বাসব রায়, কবি আমিনুল ইসলাম আমিন, কবি মাজহারুল মোর্শেদ, বাদল রহমান, কবি শামসুজ্জামান সোহাগ, কবি ইসমত আরা জেরিন, কবি শাহিনা সুলতানা, কবি হাবিবা বেগম, কবি জুই জেসমিনসহ অর্ধ শতাধিক কবি অংশগ্রহণ করেন। 

অনুষ্ঠানে স্বরোচিত কবিতা আবৃত্তি, জাতীয় সংগীত পরিবেশন, সম্মাননা ক্রেষ্ট প্রদান ও কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। 
এর আগে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি সম্মান প্রদর্শনপূর্বক পুষ্পমাল্য অর্পণ ও এক মিনিট নিরবতা পালন করা হয়। 
সাবেক উপজেলা চেয়ারম্যান ও কবি বাবুল চৌধুরীর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সরকারি কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক কবি ও গবেষক ড. মাসুদুল হক।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক আব্দুল জলিল আহমেদ, ভারতের কলকাতার কবি বন্দনা এস, সরকারি সিটি কলেজের অধ্যক্ষ কবি মোজাম্মেল হক। এছাড়া বক্তব্য রাখেন ভারতের কলকাতার কবি প্রকৌশলী ভাস্কর বোস, সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক কবি লাল মিঞা। 
বিডি প্রতিদিন/আল আমীন 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর