২৮ ফেব্রুয়ারি, ২০২০ ১৬:১২

বসুন্ধরা আই হসপিটালের সহায়তায় বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বসুন্ধরা আই হসপিটালের সহায়তায় বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশন

চাঁপাইনবাবগঞ্জে বসুন্ধরা আই হসপিটাল এন্ড রিসার্চ ইন্সটিটিউট ও ভিশন কেয়ার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশনের আয়োজন করা হয়। 

শুক্রবার সকালে সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রী কলেজে চিকিৎসা সহায়তা কেন্দ্র, রামচন্দ্রপুর হাট এর উদ্যোগে এই চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১হাজার দুইশ' রোগিকে চিকিৎসা সেবাসহ বিনামূল্যে ওষুধ দেয়া হয়। এদের মধ্য হতে ৬শ' রোগি বাছাই করে ছানি অপারেশন করার জন্য বসুন্ধরা আই হসপিটাল এন্ড রিসার্চ ইন্সটিটিউটে পাঠানো হবে বলে জানিয়েছেন চিকিৎসা সহায়তা কেন্দ্রের সভাপতি ডা. এনায়ার জাহিদ।

তিনি আরও জানান, বসুন্ধরা আই হসপিটাল এন্ড রিসার্চ ইন্সটিটিউটের চিকিৎসক ডা. আব্দুল খালেক এর নেতৃত্বে ডা. শাহাদাত হোসেন, ডা. আনিসুর রহমান সরকার এবং ডা. রুবেল চিকিৎসা সেবা প্রদান করেন। এদের সহায়তা করেন চিকিৎসা সহায়তা কেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জের ক্যাশিয়ার মোঃ জহিরুল ইসলাম মাখনসহ একদল স্বেচ্ছাসেবী। এদিকে চক্ষু চিকিৎসায় সহায়তা করার জন্য বসুন্ধরা আই হসপিটাল এন্ড রিসার্চ ইন্সটিটিউট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আয়োজকরা।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর