ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে শুরু হয়েছে দুইদিন ব্যাপী প্রথম গ্রুপ আর্ট প্রদর্শনী।
শুক্রবার বিকেলে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক অতুল সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক রিজভী জামান, ফরিদপুর আর্ট ইন্সটিটিউটের পরিচালক মোঃ সাজেদুল ইসলাম তাতা, কালার পয়েন্টের পরিচালক রেজাউল করিম জুয়েল।
ফরিদপুর কালার পয়েন্টের আয়োজনে জেলার নবীন-প্রবীণ ১৬ গুনি চিত্র শিল্পিদের ৫০টি ছবি প্রদর্শনীতে স্থান পেয়েছে। দুই দিনব্যাপী এ প্রদর্শনী চলবে আগামীকাল শনিবার পর্যন্ত। প্রদর্শনীর প্রথম দিনে ছবি দেখতে ভিড় জমায় দর্শনার্থীরা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন