২৮ ফেব্রুয়ারি, ২০২০ ২০:০৭

রাজশাহীতে রেললাইনে দুই অজ্ঞাত লাশ, এলাকা জুড়ে আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে রেললাইনে দুই অজ্ঞাত লাশ, এলাকা জুড়ে আতঙ্ক

রাজশাহীর পুঠিয়া-বেলপুকুর ইউনিয়ন এলাকায় রেললাইনের পাশে গত ১৮ দিনে দুইজন অজ্ঞাতনামা নারী-পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রেললাইনের আশেপাশের সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় লোকজন ধারনা করছেন, রাতের আধারে দুর্বৃত্তরা পূর্বপরিকল্পিতভাবে ওই অজ্ঞাত নারী-পুরুষ দুইজনকে হত্যা করে রেললাইনের পাশে ফেলে রেখে যেতে পারে।

বেলপুকুর থানা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ভোরে রেলগেটের কাছে স্থানীয় লোকজন ২৫ বছর বয়সী এক যুবকের মাথা দ্বিখন্ডিত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে রেলওয়ে জিআরপি (ঈশ্বরদী থানা) পুলিশের কাছে হস্তান্তর করে। গত ৯ ফেব্রুয়ারি কাছাকাছি স্থানে ৩৫ বছর বয়সী এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। তার নাম পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

বেলপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদিউজ্জামান বদি বলেন, গত কয়েকদিনের মধ্যে রেললাইনে দু’টি অজ্ঞাত লাশ উদ্ধার নিয়ে জনমনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। মহাসড়কের খুব কাছাকাছি রেললাইনের ওপর এটা আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা খতিয়ে দেখা প্রয়োজন। 

বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‘নিহতদের পরিচয় এখনও আমরা জানতে পারেনি। আমরা তাদের পরিচয় জানতে বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে ধারনা করছি রেললাইনে পড়ে থাকা মৃতদেহ দু’টি আত্মহত্যা হতে পারে। কারণ লাশের প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ড বা রহস্যর কোনো আলামত আমরা পাইনি।’

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর