“মাদককে না বলুন, মাদক মুক্ত সমাজ গড়ুন” স্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈরে শুক্রবার বিকেলে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় বেগম সুফিয়া মডেল হাই স্কুল মাঠে বাংলাদেশ বাইসাইকেল ট্যুরিস্ট ক্লাবের উদ্যোগে আয়োজিত ফাইনাল খেলায় ওয়ালটন একাদ্বশ ৩-১ গোলে রহিম আফরোজ একাদ্বশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন কালিয়াকৈর পৌরসভার মেয়র প্রার্থী হাজী মনোয়ার হোসেন রনি।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের সহ -সভাপতি মোঃ হাতেম আলী, পৌর ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হোসাইন আহমেদ, আব্দুল খালেক, রাসেল আহমেদ প্রমূখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন