চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের আয়োজনে পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে।
রবিবার সকালে পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে নয়াগোলা পুলিশ লাইন্সে পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব পিপিএম (বার) শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বিভিন্ন পুলিশ কর্মকর্তা ও নিহত পুলিশ পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণের পর সারাদেশের বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করা পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুল আলম খান, মো. ইকবাল হোছাইন, এস এ এম ফজলে-ই-খুদা, সদর থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমানসহ অন্যরা। শেষে মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন